পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের তরফ থেকে গত ৭ জুন একটি বিজ্ঞপ্তি (2S-1/2015/YUV/2024/722A) প্রকাশ করে জানানো হয়েছে যে, যুবশ্রী প্রকল্পে ভাতা প্রাপকদের একটি নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। employmentbank.wb.gov.in-এ লগিন করে এই তালিকা দেখতে পারবেন আবেদনকারীরা।
যাদের নাম তালিকায় থাকবে তাদেরকে আগামী ১১/৬/২০২৪ থেকে ০৭/০৭/২০২৪ তারিখের মধ্যে Annexure-I অনলাইনে ফিলাপ করে, প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে।
জমা দেওয়ার সময় Annexure-II জমা দিয়ে ভ্যালিডেশন করতে হবে। আগামী ০৮/০৭/২০২৪ তারিখের মধ্যে। Annexure-II এর বয়ান ওয়েবসাইটেই পাওয়া যাবে।
1 thought on “যুবশ্রী প্রকল্পে যোগ্যদের তালিকা প্রকাশ!”