
image collected from internet
এবারের T-20 বিশ্বকাপের শুরু থেকে ঘটে চলেছে একের পর এক অঘটন। শুরুতেই বাংলাদেশ হেরেছিল USA-এর কাছে। যদিও সেটা ছিল প্র্যাকটিস ম্যাচ। কয়েকদিন আগেই USA-এর কাছে সুপার ওভারে পরাজিত হয়েছিল এই বিশ্বকাপের অন্যতম সেরা টিম পাকিস্তান।
আর এবার আফগানিস্তানের কাছে ৮৪ রানে শোচনীয় পরাজয় স্বীকার করল নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তারা ১৫৯ রান তোলে। রহমানুল্লাহ গুর্বাজ ৮০ এবং ইব্রাহিম জর্দান ৪০ রানের চোখ ধাঁধানো ইনিং খেলেন।
নিউজিল্যান্ডের পক্ষে ২২ রানে ২ উইকেট নেন ট্টেন্ট বোল্ট এবং ৩৭ রান দিয়ে ২ উইকেট পান ম্যাট হেনরি। লকি ফার্গুসন ১ ওভারে ২৮ রান দেন।
১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ১৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সর্বাধিক ২২ রান করেন গ্লেন ফিলিপস।
আফগানিস্তানের পক্ষে ফয়জল হক ফারুকি আবং রাশিদ খান উভয়েই ১৭ রানের বিনিময়ে ৪ টি করে উইকেট পান। মহম্মদ নবি ১৬ রান দিয়ে নেন ২ টি উইকেট।